চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২টি উন্নয়ন কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি খাতুন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, বিনোদপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, এলজিইডি দপ্তরের কর্মকর্তা নুরুল হকসহ অন্যরা।
উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে, পূর্বশ্যামপুর (চামাভান্ডার জিপিএস) হতে কানসাট খাসেরহাট পাঁকা রাস্তা খাইরুল মেম্বারের গ্রাম পর্যন্ত ও খাসেরহাট হতে রসুনচক মোড় ভায়া চাঁদশিকারী গ্রাম পর্যন্ত। এলজিইডির বাস্তবায়নে এই ২কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে সোয়া ৪ কিলোমিটার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এছাড়া মাসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ লাখ টাকা ব্যয়ে ভবনের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন সাংসদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.