চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধন

 

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজেরউদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকালে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ এ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন। হাফেজ মো: আবুল হায়াতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মোঃ শাহাবুল আলম স্বপন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মোঃ সিরাজ উদ্দিন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ খুরশেদ আহম্মেদ বাদল ও প্রবীণ আইনজীবী মোঃ ইউসুফ আলী পিন্টু। ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ওজায়ের।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদটি ১৮৫৫ সালে নির্মিত হয়। বিভিন্ন সময়ে কয়েক দফা সংস্কার করে মসজিদটি চালু রাখা হয়। বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই কোটি টাকা বরাদ্দ পেয়ে পুরোপুরি ভেঙে পুনর্নিমাণ হতে যাচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.