চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও ১ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের ও ইউপি সদস্য রঞ্জু খানের স্বেচ্ছাচারিতা, সীমাহীন দূর্ণীতি, সন্ত্রাসী কর্মকান্ড চালানো, চাঁদাবাজী, হয়রানী, দোকান পাট ভাংচুরসহ নানা অভিযোগে মানববন্ধন করেছে বিভিন্ন সমিতির সদস্য ও সাধারণ মানুষ।

আজ মঙ্গলবার সকালে মহানন্দা ব্রীজ চত্বরে বারঘোরিয়া মিতালী রিক্সা ও ভ্যান সমবায় সমিতি, হিলফুল ফুজুল ক্লাব, বারঘোরিয়া ইউনিয়নের সর্ব সাধারণ মানুষের ব্যানারসহ বিভিন্ন ব্যানারের যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে ২ শতাধিক নারী-পুরুষ। ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের ও ইউপি সদস্য রঞ্জু খানের সকল অনিয়ম, হয়রানী ও অত্যাচারের বিচার দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো. আল আমিন মেম্বার, হযরত আলী। বক্তব্য রাখেন সাবেক মেম্বার মো. লুটু, মো. মুসা, শ্রী বলরাম, মিতালী রিক্সা ও ভ্যান সমবায় সমিতির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামসহ অন্যরা।

বক্তারা স্থানীয় মহিলা রোজানকে মারধর ও তাঁর বাড়িঘর ভাংচুরের সুষ্ঠু বিচার দাবী করেন। শেষে এসব অনিয়মের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সাধারন মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সোমবার আহত মহিলা রোজান বাদি হয়ে সড়র মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের ও ইউপি সদস্য রঞ্জু খান বে-আইনীভাবে দলবদ্ধ হয়ে আমার বাড়ি-ঘর ভাঙচুর করে এবং আমাকে ও আমার বোন রাখি বেগমকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করে। পরে আমরা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। এঘটনার স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করলে আপোষ-মিমাংসা না হলে বাধ্য হয়ে থানা অভিযোগ করি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.