চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ৫৩ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ফতেপুর সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তবে এঘটনায় কোন চোরাকারবারী আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৩ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকা থেকে চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
জব্দকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.