চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মনামিনা কৃষি খামার ও আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে চারা রোপণ ও বিতরণ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘দেশের বায়ু দেশের মাটি-গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ স্নোগানে নাচোল উপজেলার খোলসী দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টা ফলের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
আস্থা ফাউন্ডেশন (অ.ঋ) এর উদ্যোগে ও মনামিনা কৃষি খামার চাঁপাইনবাবগঞ্জের সার্বিক সহযোগিতায় সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনামিনা কৃষি খামারের পরিচালক কৃষি উদ্যোক্তা মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোলসী দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফিকুল ইসলাম, গোমস্তাপুর সলেমান মিঞা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মইনুদ্দিন আহমেদ রজত, আস্থা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা হাফেজ মোঃ সাদির আহমেদ, হাফেজ মোঃ আমিনুল ইসলাম, দারুল নাজাত হেফজুল কুরআন মাদ্রাসার মহা তামিম ও উপদেষ্টা হাফেজ মোঃ আমিনুল ইসলাম।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ জোহরুল ইসলাম মাখন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা। বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থা ফাউন্ডেশনর সভাপতি মোঃ আলী আকবর।
আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এবং মনামিনা কৃষি খামারের সহযোগিতায় নাচোল উপজেলার খোলসী দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিদেশি বিভিন্ন জাতের কমলা ও মাল্টার চারা বিতরণ করেন। স্থানীয় দুটি মাদ্রাসা দারুল নাজাত হেফজুল কুরআন মাদ্রাসা ও দিয়াড় খোলসী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রায় বৃক্ষ রোপণ করেন।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বৃক্ষ রোপণ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা এবং উপকারিতার কথা তুলে ধরে আলোচনা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.