চাঁপাইনবাবগঞ্জের ‘দর্পণ টিভি’তে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ এর বিশেষ আলোচনা অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে ‘দর্পণ টিভি’ (অনলাইন) এ বিশেষ আলোচনা অনুষ্ঠান হয়েছে। জেলার একমাত্র অনলাইন টিভি ‘দর্পণ টিভি’র স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয় ‘বিশ্ব ভালোবাসা দিবস’ এর আলোচনা অনুষ্ঠান।
আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট (শিল্পকলা মার্কেট) এর ৪র্থ তলায় ‘দর্পণ’ কার্যালয়ে অবস্থিত ‘দর্পণ টিভি’র স্টুডিও তে অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজ এর অধ্যক্ষ জনাব ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ কে এম তাজকির উজ জামান।
‘দর্পণ পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান “এরফান গ্রুপ” এর সৌজন্যে আলোচনা অনুষ্ঠানে ‘দর্পণ’ স্টুডিওতে অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মিসেস রাশেদা নসিব শিশির।
‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে ‘দর্পণ টিভি’ (অনলাইন) এ বিশেষ আলোচনা অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলে। ‘দর্পণ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জুর সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় এই বিশেষ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান ‘দর্পণ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রধান উপদেষ্টা মো. এরফান আলী।
বিশেষ ও জাতীয় দিবসগুলোতে আগামীতেও এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ‘দর্পণ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রধান উপদেষ্টা মো. এরফান আলী। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’র বার্তা সম্পাদক মো. আব্দুল বারী, ‘দর্পণ’ উপদেষ্টা এনামুল হক তুফান, মফিজুর রহমান জামালসহ দর্পণ পরিবারের সদস্যরা।
আলোচনায় অতিথিগণ বলেন, প্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার পর, ধর্মকে ভালোবাসা, দেশ প্রেম, গুরুজনদের প্রতি ভালোবাসা, প্রকৃতি ও পরিবেশ প্রেম, বাবা-মার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি পিতা-মাতার ভালোবাসা, তরুণ-তরুনীর ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা বোঝায়। শুধু একজন তরুণ-তরুণীর ভালোবাসায় যেন ‘ভালোবাসা দিবস নয়’, আগে আমাদের নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে।
স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের ভালোবাসতে হবে। বই-প্রকৃতিকে ভালোবাসতে শিখতে হবে। দেশের প্রতি ভালোবাসার পাশাপাশি পৃথিবীকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়েই একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, দিনটি আমাদের বিভিন্ন ভালোবাসাকে মনে করিয়ে দেয়।
আমরা নিজের জীবনকে ভালোবাসার মধ্য দিয়ে সকল ভালোবাসা পৌছে দেয়ার চেস্টা করবো সকলে মিলে, এটাই হোক আমাদের আজকের দিবসের অঙ্গীকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.