চাঁপাইনবাবগঞ্জের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের সাথে এমপি জেসী’র মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জের বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা প্রয়াত আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কন্যা নারী এমপি ফেরদৌসি ইসলাম জেসী চাঁপাইনবাবগঞ্জ জেলার উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম, জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মো. মঞ্জুরুল হুদা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আকতার, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, হর্টিকালচার সেন্টারের মো. জহরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধি।

মতবিনিময়কালে জেলার উন্নয়নে বিভিন্ন করনীয় বিষয়ে আলোচনা হয়। আগামীতে জেলাকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন নারী এমপি ফেরদৌসি ইসলাম জেসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.