এ ঘটনায় ওই চা বিক্রেতা নিজেই বাদি হয়ে বাদশাসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শামীম মন্ডলের অভিযোগ জানাযায়, তিনি সান্তাহার স্টার আবাসিক বোডিংয়ের সামনে ঢোকের দোকানে চা বিক্রি করে জীবিকা নিবাহ করতেন। বেশ কিছু দিন যাবত বাদশাসহ বেশ কয়েকজন যুবক তার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবীর চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে তার চা কোনানে গিয়ে চা বিক্রেতা শামীম মন্ডলকে বেধড়ক মারধরে আহত করে। আহত শামীম মন্ডলকে আদমদীঘি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.