BTC News | বিটিসি নিউজ

চাঁদপুরে প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুরে প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
চাঁদপুর প্রতিনিধি: প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল একদল কিশোর গ্যাং। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করলেও শেষ রক্ষা হয়নি তাদের। চাঁদপুর শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এমন পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জেলা শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: ইসমাইল হোসেন (১৭), রেজওয়ান খান তামিম (১৬), সোলাইমান আজমান (১৫), রেদোয়ান হোসেন (১৭) ও মিনহাজ খান তানিম (১৭)।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, এসব কিশোর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সদর মডেল থানা পুলিশ নাজিরপাড়ায় অভিযান চালায় এবং তাদের আটক করে।
এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন উর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুরে শুধু কিশোর গ্যাং নয়, সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জুলাইযোদ্ধাদের সঙ্গে বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের খুব তাড়াতাড়ি বিমানবন্দরের ই-গেট খুলে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা পবা থানার বিউটি বেগম হত্যা মামলায় এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান রাশিয়ার দখলে ইউক্রেনের আরও এক শহর! যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানেলের ধারণাকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প, খুশি হননি জেলেনস্কি রুশ তেল কেনা বন্ধ না করলে উচ্চ শুল্ক আরোপ, মোদিকে ফের হুমকি ট্রাম্পের যুদ্ধবিরতির পর ৮০ বার চুক্তি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহকে’ লক্ষ্য করে ইসরাইলের হামলা আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা নেতানিয়াহুর ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত খুলে দেয়ার সম্ভাবনা