BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: চলন বিলের সঙ্গে আমাদের অস্তিত্ব এবং আবেগ জড়িত, তাই চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে চলন বিল পুনরুদ্ধারের লক্ষ্যে হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চলন বিল পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, চলন বিলের সঙ্গে কৃষি কাজ এবং মানুষের জীবন-জীবিকা জড়িত। চলন বিলের জন্য একটি কার্যকর পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহিষ্ণু এবং জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবে। যাতে চলন বিলে খাল খনন, রেগুলেটর পরিচালনা ও জীবিকা উন্নয়নে পরস্পরকে সহায়তা করে।

তিনি বলেন, চলন বিলের সঙ্গে আমাদের অস্তিত্ব এবং আবেগ জড়িত। চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। ক্ষতিকর স্থাপনা চিহ্নিত এবং কীটনাশকের ব্যবহার কমাতে হবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে চলন বিলের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। আরও বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিইজিআইএস-এর গবেষক তানভীর আহমেদ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ