চরমপন্থী ২০ বন্দিকে ক্ষমা করলেন বেলারুশের প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো চরমপন্থী অপরাধে দোষী সাব্যস্ত ২০ বন্দি ব্যক্তিকে ক্ষমা করে একটি ডিক্রিতে সই করেছেন।
প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমা করা ব্যক্তিদের সবাই প্রাণভিক্ষার আবেদন করেছেন এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন।
ক্ষমা প্রাপ্তদের মধ্যে ১১ জন নারী, ১৪ জন দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, ১০ জন শিশু রয়েছে। একজন নারী চার সন্তানের মা। তাদের মুক্তির পর বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আচরণ পর্যবেক্ষণ করবে বলে উল্লেখ করা হয়।
লুকাশেঙ্কো সর্বশেষ চলতি বছরের নভেম্বরে চরমপন্থী অপরাধে দোষী সাব্যস্ত ৩০ জনেরও বেশি ব্যক্তিকে ক্ষমা করেছিলেন। এর আগে আরও কয়েকজন বন্দিকে ক্ষমা করে দেওয়া হয়েছিল।
লুকাশেঙ্কো জোর দিয়ে বলেন, ২০২০ সালে বেলারুশে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্তদের ক্ষমার বিষয়টি পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা নয়, এর কারণ মানবিক বিবেচনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.