চমেকে সিন্ডিকেট-দালাল চক্রের ১১ জনকে জেল-জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের সক্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জন দালালকে হাতেনাতে আটক করেছে র‌্যাব।
রোববার (১৯ জানুয়ারি) এক বিশেষ অভিযানে র‌্যাব-৭ তাদের আটক করে।
পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটকদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত গ্রাম থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের টার্গেট করতেন। সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা অপ্রতুল বলে ভয় দেখিয়ে রোগীদের বেসরকারি হাসপাতালে নিতে বাধ্য করতেন এবং এতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে সুচিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থার সুযোগ থাকা সত্ত্বেও দালালচক্রের কারণে সাধারণ মানুষ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের সিন্ডিকেট হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দালালদের প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালকে দালালমুক্ত রাখার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.