চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে ট্রাফিক পুলিশ বক্স ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে দামপাড়া ওয়াসা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দরকিল্লা থেকে বের হওয়া মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ ও পুলিশের সাজোয়া যান দেখে এ উত্তেজনা শুরু হয় বলে জানায় পুলিশ।
চট্টগ্রামে জুমার নামাজের পর আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদের সামনে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তারা মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে মিছিল বের করেন তারা।
এর আগে নগরীর আন্দরকিল্লাহ এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বিটিসি নিউজকে বলেন, ‘আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। ওই সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.