চট্টগ্রামে বিমান ছিনতাই, যাত্রীরা নিরাপদে
চট্টগ্রাম ব্যুরো: আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। তবে বিমান থেকে নিরাপদে সব যাত্রীকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।
এদিকে, বিমানটি ছিনতাইয়ের চেষ্টার পরপরই সেটি ঘিরে ফেলেছে পুলিশ ও র্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটসহ দুই ক্রুকে জিম্মি করে রেখেছে।
ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক।
তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন। ঘটনার পরপরই র্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরে প্রবেশ করেছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.