চট্টগ্রামের বিশিষ্ট নাট্য শিল্পী ও সংস্কৃতি সংগঠক হাজী শহীদুল ইসলাম সৈয়দের ইন্তেকাল!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বিশিষ্ট নাট্য শিল্পী ও সংস্কৃতি সংগঠক, রাজনীতিবিদ হাজী শহীদুল ইসলাম সৈয়দ আজ ১৬ জুলাই মঙ্গলবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোক করে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি …………….রাজিউন)।
সৈয়দ গত কয়েক দিন আগে শারীরিক অসুস্থতার জন্য, স্ট্রোক করে মেহেদীবাগের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধা সিরাজুল ইসলাম হৃদয়।
তিনি কর্ণফুলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম নাট্য শিল্পী সমিতি এবং আলোর পথে যুব সাহিত্য ফোরাম চট্রগ্রামের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সৈয়দ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলোর পথে-যুব সাহিত্য ফোরাম চট্রগ্রামের উপদেষ্টা সদস্য শিক্ষক এম খবির উদ্দিন আহমদ, উপদেষ্টা প্রবীণ সংগঠক মোঃ ইলিয়াস, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, ডাঃ উদয়ন কান্তি মিত্র, সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, সংগঠনের সহ- সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, আনিসুর রহমান, সাবেক নির্বাহী সম্পাদক লায়ন মনির উদ্দিন, সমন্বয়কারী সদস্য মোঃ মোসলেম উদ্দিন বাহার, নির্বাহী সদস্য মোঃ হানিফ, ফুটবল একাডেমির পরিচালক ও সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল, পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহ- সম্পাদক মনিরুল ইসলাম মানিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.