চট্টগ্রামের অলংকার মোরে হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো: বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোরে আধুনিক শপিং মল হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামকে সুতিকার অর্থে বাণিজ্য নগরীতে পরিণত করতে হেভেন সিটি সেন্টার বিশেষ ভূমিকা পালন করবে। বহুল জনঅধ্যুষিত এলাকা অলংকার মোরে হেভেন সিটি সেন্টার যাত্রা শুরু করেছে এটা নগরবাসীর জন্য একটি সুসংবাদ।
হেভেন সিটি সেন্টারের ভূমি মালিক ডা: পূর্ণেন্দু বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়া, হেভেন এসেটস লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হেভেন সিটি সেন্টারের উপদেষ্টা এডভোকেট জামাল উদ্দিন, হেভেন এসেটস লিমিটেডের এমডি ইন্জিনিয়ার রহমত উল্লাহ, হেভেন সিটি সেন্টারের ভূমি মালিক মো: মনোয়ার হোসেনসহ অন্যান্য ভূমি মালিক ও হেভেন এসেটস লিমিটেডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি চসিক মেয়র ডা; শাহাদাত হোসেন ফিতা কেটে হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের মেজবানের আয়োজন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.