চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা
ঢাকা প্রতিনিধি: আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে জানানো হয়: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সব সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। এখনো বেশ ক’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.