BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায়

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায়

পাবনা প্রতিনিধি: পাবনার ৩৮নং দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো। সেই শিক্ষার্থীদের কেউ এখন সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কেউ জনপ্রতিনিধি, আবার কেউবা দেশের স্বনামধন্য ব্যবসায়ী। তাই প্রিয় শিক্ষিকার চাকরি জীবনের শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে ভোলেননি তারা।

বিশেষ এ দিনটি স্মরণীয় করে রেখেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে বিদায় দেওয়া হয়।

এসময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামপুর রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, দক্ষিণ কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সালাউদ্দিন সোহাগ, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার, চর রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, চর রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের মিঠু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেহেনা পারভীন, মোছা. শামসুন্নাহার, খাদিজা ইয়াসমিন, সামছুন নাহার পপি, ইমদাদুল হক, শাহীনা পারভীন, সম্পা ইসলাম, ফিরোজা খাতুন প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান শিক্ষিকাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা জামান এবং অশ্রু সজল চোখে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক নাজনীন আক্তার।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ এলাকাবাসী উপস্থিত ছিল। শিক্ষককে বিদায় জানাতে জড়ো হওয়া সবার চোখে-মুখে ছিল আবেগের ছাপ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সকালে খালি পেটে কলা খেলে কী হয়? ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ ২৮ বছর বয়সে এ প্রজন্মের আইকন বকশীগঞ্জে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী টেবিল টেনিস অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্ট শুরু ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট – সচিব ও সংসদ সদস্য মুশফিকুর রহমান গাইবান্ধায় বিদ‍্যুৎম্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু উজিরপুর আন নূর নূরানী ও হাফেজী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত