ঘূর্ণিঝড় ‘মিধিলি’ চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৩ জারি
চট্টগ্রাম প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। জেটিতে অবস্থানরত ২২টি জাহাজকে গভীর সমুদ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সকালেই ১২টি জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ‘মিধিলি’ ঘূর্ণিঝড়ের কারণে বন্দরে বন্ধ রয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম।
এর আগে দুপুর থেকে ঘূর্ণিঝড়ের অগ্রপ্রান্ত উপকূল অতিক্রম শুরুর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। একই সময় উপকূলীয় এলাকায় ৩-৫ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কাও জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় দেশের ১১ জেলার ওপর দিয়ে যেতে পারে। এসব জেলা হলো- সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.