বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে জয়ের ধারাবাহীকতায় এবার তারা হারিয়ে দিয়েছে মন্তেরিয়ালকে।
কানাডার সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে মন্তেরিয়ালকে ৩-২ গোলে হারায় মায়ামি। লিগে এটি তাদের টানা পঞ্চম জয়।
ব্রায়েস ডুকে ও জুলেস-অ্যান্টোনি ভিলসেন্টের গোলে ৩২ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে চার মিনিটের ব্যবধানে স্কোরবোর্ডে সমতা আনে ফ্লোরিডার দলটি।
৪৪তম মিনিটে মাতিয়াস রোয়াসের দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান কমায় সফরকারী দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেডে সমতাসূচক গোলটি করেন লুইস সুয়ারেজ। চলতি লিগে এটি তার ১১তম গোল।
আর ৫৯তম মিনিটে বেঞ্জামিন ক্রিমাচির ৩-২ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত এই এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে তারা।
ম্যাচে ঠিক চেনা ছন্দে ছিলেন না লিওনেল মেসি। তবে জয়সূচক গোলটিতে তার ছিল পরোক্ষ অবদান। মাঝমাঠ থেকে আক্রমণের শুরুটা হয়েছিল তার নেতৃত্বেই।
এই জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করল মায়ামি। ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ২৭। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাতি। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ১২ নম্বরে মন্তেরিয়াল।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় ওরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.