গ্রিসের দাবানলে দুজনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির মধ্যাঞ্চলীয় করিন্থের পার্বত্য এলাকায় প্রবল বাতাসে এই দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রিস পুলিশের মুখপাত্র কনস্তানদিনা দিমোগ্লিদু জানিয়েছেন, মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
মৃতদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করতে ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন। দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দমকল বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।
দাবানলের সূত্রপাত হয় রবিবার রাজধানী এথেন্স থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে সমুদ্রতীরবর্তী শহর সিলোক্যাস্ত্রোর কাছে। এরপর ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
দমকল কর্মীরা দাবানল নেভাতে লড়াই করে যাচ্ছেন। গ্রিসে পুরো গ্রীষ্মজুড়েই বিশাল এলাকা প্রায় বৃষ্টিবিহীন ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.