বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী/২৪) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পাবলিক হলে এসে শেষ হয়।
র্যালী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। পরে উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শাকিল আহমেদ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় এবং আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সহ ডিপুটি কমান্ডার নাজিম উদ্দিন উপহেলা জাতীয় পার্টির উপজেলার সাধারণ সম্পাদক আব্দূল গফুর, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রাখছে। সামনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আরো ভূমিকা রেখে স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন বক্তারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.