গৌরীপুরের ২৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের প্রাচীন নগর গৌরীপুরের ২৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বিকেলে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরীর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গৌরীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শোভাযাত্রাটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার এসে শেষ হয়।
সংগঠনের কার্যালয়ে সভাপতি রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর হোসেন মীরন, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মহসিন মাহমুদ, দিলীপ কুমার দাস, সাইফুল ইসলাম, যুগান্তর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, হারুন পাঠাগারের পরিচালক হারুন মিয়া, আব্দুস সালাম, শাহদাৎ শাহ  প্রমুখ।
সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন সরকার বলেন, বাংলা ১১৭৬ ও ইংরেজি ১৭৭০ সালে বোকাইনগরের কাছে গৌরীপুর নামে একটি শহর প্রতিষ্ঠিত হয়েছিল।
মোমেনসিং ও জাফরশাহী পরগনার জায়গীরদার গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৌধুরী, তার দত্তক নাতনী (তার ছেলে কৃষ্ণগোপাল রায় চৌধুরীর দত্তক পুত্র) ও নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী আলেয়ার গর্ভজাত সন্তান জমিদার যুগল কিশোর রায় চৌধুরী মোমেনসিং পরগনার এজমালি সম্পত্তি থেকে গৌরীপুর শহরের গৌরীপুর নামের গোড়া পত্তন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.