এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন।
ওসি আনোয়ার জানান, মাসুদ হাওলাদার নামে এক যুবক বাবা-মা মারা যাওয়ার পর একাই ওই বাড়িতে থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। সকালে বাথরুম তালাবদ্ধ পেয়ে দরজা ভেঙে বালতিতে বোমা দেখতে পান মালিক মাসুদ হাওলাদার। এরপর পুলিশে খবর দেন তিনি।
ওসি আনোয়ার আরও জানান, পরে এসআই কামাল কনস্টেবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বোমা উদ্ধার করতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে এসআইসহ তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনা তদন্ত করে পরবর্তী বিষয়ে জানানো হবে বলে জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.