গোল করলেন, করালেনও, পর্তুগালকে নেশন্স লিগ জিতিয়ে কাঁদলেন রোনালদো

বিটিসি স্পোর্টস ডেস্ক: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা নিজের ঘরে তুলল পর্তুগাল। মিউনিখের আলিয়াঞ্জ অ‍্যারেনায় টাইব্রেকারে ৫-৩ গোলে স্পেনকে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল। এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা।
প্রথম ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় পৌঁছালে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তবে এই অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচের ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দি এগিয়ে দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। এর পাচ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেসের গোলে।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড সমতায় ফেরায় পর্তুগালকে। আলভারো মোরাতার শট দিয়েগো কস্তা ফিরিয়ে দেওয়ার পর সম্ভাবনা উজ্জ্বল হয় পর্তুগালের। রুবেন নেভেসের শট জালে যেতেই উচ্ছ্বাস, বিজয় উদযাপনে মাতেন রোনালদোরা। ম্যাচ শেষে রোনালদো আবেগ ধরে রাখতে পারেননি। ট্রফি জেতার পর তাকে কাঁদতে দেখা যায়। এ কান্নাও আনন্দেরই বটে।
পুর্তুগালের হয়ে নেভেসের আগে জালের দেখা পান গন্সালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস ও নুনো মেন্দেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে জালে দেখা পান মিকেল মেরিনো, আলেক্স বায়েনা ও ইসকো।
এর আগে মূল ম‍্যাচে মার্তিন জুবিমেন্দি ও মিকেল ওয়াইরসাবালের গোলে দুইবার এগিয়ে যায় স্পেন। নুনো মেন্দেস ও রোনালদোর গোলে দুইবারই সমতা ফেরায় পর্তুগাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.