কুমিল্লা ব্যুরো: কুমিল্লার দেবীদ্বারে গোমতীতে চার বন্ধু একসাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বন্ধুর রাব্বীর মরদেহ এক দিন পর ভেসে উঠল মাছুয়াবাদ গোদারাঘাটে।
রবিবার (০৪ জুন) সকাল ৬টায় মাছুয়াবাদ খেয়াঘাট এলাকায় রাব্বীর লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
রাব্বী (১২) দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের নূরুল ইসলাম শাহিনের পুত্র এবং দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রাব্বী ও তার অপর তিন বন্ধু বুখারী, রিফাদ, আবির একসাথে হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে যায়।
ওই সময় সাঁতড়িয়ে বুখারী, রিফাদ, আবির নদীর অপর পাশে তীরে উঠলেও রাব্বি পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বাকি তিন বন্ধু তীরে উঠে স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয় লোকজন ও রাব্বির আত্মীয়-স্বজনরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পরে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর থেকে একদল ডুবুরি এসেও রাব্বির সন্ধান পায়নি।
আজ রবিবার (০৪ জুন) সকালে তার মরদেহ ভেসে ওঠে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর বিটিসি নিউজকে জানান, গতকাল হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে এক কিশোরের ডুবে যাওয়ার খবরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অনুসন্ধান চালাই। পরবর্তিতে ফায়ার সার্ভিস ও ডুবুরিদলও অনুসন্ধানে যোগ দেয়। রবিবার সকালে তার লাশ পাওয়া গেছে।
এ বিষয়ে কিশোরের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.