গোবিন্দগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক-৪

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র-মাদকসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে এ অভিযান চালানো হয়।
গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
আটকেরা হলেন- আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ এবং একটি নকল পিস্তল উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.