BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: র‌্যাবের অভিযানে পলাতক আসামি কলিম গ্রেফতার

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: র‌্যাবের অভিযানে পলাতক আসামি কলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ হত্যার ঘটনায় পলাতক আসামি মো. কলিম (৩২)–কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৮নং আসামি কলিমকে গ্রেফতার করা হয়। তিনি হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিকটিম শিহাব শেখ ফেসবুকের মাধ্যমে ১৪ বছর বয়সী এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে ২০ অক্টোবর ২০২৫ তারিখ রাতে সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। রাত ৮টার দিকে শিহাব ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা আসামিরা তাদের পথরোধ করে।

আসামিরা শিহাবকে গালিগালাজ করতে থাকে এবং নিষেধ করলে তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর ১ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত শিহাবের বাবা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে কলিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়