নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মায়ের সাথে রান্না করতে গিয়ে লাকড়ি বিস্ফোরণে দুই বছরের শিশু মদিনা খাতুনের মৃত্যু হয়েছে। মদিনা উপজেলার পিপলা গ্রামের আব্দুস সামাদের কন্যা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মায়ের সাথে রান্নাঘরে বসে ছিল শিশু মদিনা।
এসময় চুলার ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জ্বলন্ত লাকড়ির একটি অংশ ছুটে শিশুটির বুকে আঘাত লাগে। আহত অবস্থায় শিশুটিকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.