শনিবার ভোর ৬টার দিকে শহরের চাঁচকৈড় কাঠহাটায় ওই অগ্নিকান্ড ঘটে।
কাঠুরিয়া ফার্নিচারের স্বত্ত্বাধিকারী ফাহাদ কবির শোভন বিটিসি নিউজকে জানান, ভয়াবহ অগ্নিকান্ডে কাঠের নকশা করা তিনটি মেশিন, ৩০ সেট খাট, ৫ সেট ওয়ারড্রপ সহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আব্দুর রাজ্জাক ফকিরের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তারও প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান, পর্যাপ্ত পানির উৎস্য না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিনঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.