গুগল ম্যাপের ভুল নির্দেশনায় নদীতে পড়লো গাড়ি, ৩ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উত্তরপ্রদেশের বেরেলিতে গুগল ম্যাপের ভুল নির্দেশনার কারণে অসম্পূর্ণ সেতু থেকে একটি গাড়ি নদীতে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে নদীতে তলিয়ে যাওয়ার পর সেখানে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়, তবে জিপিএসে সেই তথ্য আপডেট হয়নি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গাড়িটি বেরেলি থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিল। খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে চলার সময় সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি রামগঙ্গা নদীতে পড়ে যায়।
স্থানীয় সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে সতর্কতামূলক কোনও সাইনবোর্ড ছিল না। ফলে চালক বুঝতে পারেননি সেতুটি নিরাপদ নয়। ৫০ ফুট উচ্চতা থেকে গাড়িটি নদীতে পড়ে। এতে চালকসহ তিনজনের মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয়রা দুর্ঘটনার শিকার গাড়িটি দেখতে পান। গাড়ির ভেতরে থাকা তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে অমিত ও বিবেক নামে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
নিহতদের পরিবার এই দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছেন। তারা প্রশ্ন তুলেছেন কেন সেতুটি অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং কেন সেখানে কোনো ব্যারিকেড ছিল না।
নির্মাণ বিভাগকে অবহেলার জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.