গাজীপুরে ক্রিসেন্ট কেমিক্যাল ইন্ডাট্রিজ আগুন
গাজীপুর প্রতিনিধি: আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের পূবাইল থানার মিরেরবাজার করমতলা এলাকায় ক্রিসেন্ট কেমিকেল ইন্ডাট্রিজে ইউটিলিটির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বিটিসি নিউজকে জানান, গ্যাসের চাপ বাড়ানোর জন্য কারখানার ইউটিলিটি শেডে বাইরে থেকে সিলিন্ডারে করে গ্যাস এনে ব্যবহার করা হতো। আজ সন্ধ্যা দিকে ওই সেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে।
খবর পেয়ে গাজীপুরের টঙ্গী স্টেশনের দুইটি, জয়দেবপুর স্টেশনের দুইটি ও ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেমিপাকা ইউটিলিটি শেড, জেনারেটর ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.