শুক্রবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের চার নাম্বার লাইনে ট্রেনটি ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে জানান স্টেশনটি মাস্টার হানিফ আলী।
তিনি জানান, রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশনের চার নাম্বার লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিন টি আউটার সিগনালে লাইনচ্যুত হয়। তবে ১ ও ২ নাম্বার লাইন চালু থাকায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। ট্রেন লাইনচ্যুতের বিষয়টি ঢাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেখান থেকে লাইটচ্যুত ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.