গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ আটক ১৮
ছবি-প্রতিকী
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিটিসি নিউজকে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনোবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক হোটেল ‘বনভোজন’ ও ‘অতিথি’তে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই হোটেল থেকে ১১জন নারী ও ৭জন পুরুষসহ ১৮জনকে আটক করা হয়।
আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.