বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, রোববার দেইর এল-বালায় এক তাবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে শিশুও রয়েছে।
মাহমৌদ ফায়াদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিশাল বিস্ফোরণের শব্দে মাঝ রাতে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা চিৎকারের দিকে ছুটে যাই এবং দেখতে পাই অনেক বেসামরিক লোক নিহত হয়েছে।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমৌদ বলেছেন, হামলায় কয়েক ডজন আহত হয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে আল-বুরেইজ ক্যাম্পে এক আবাসিক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ১১ জন।
দেইর এল-বালাহ থেকে রিপোর্ট করা আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজৌম বলেছেন, ক্যাম্পের পূর্ব অংশে হামলা করা হয়েছে এবং আবাসিক ভবনে হামলার আগে কোনো ধরনের সতর্কতা আগে জানানো হয়নি।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে রোববার জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.