গাজায় যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৯১৬

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এই অঞ্চলে কমপক্ষে ৩২ হাজার ৯১৬ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলা চালানো ও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৭৫ হাজার ৪৯৪ জন আহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.