বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজা সীমান্তে পর্যাপ্ত খাবার মজুদ আছে যা পুরো ফিলিস্তিনবাসীর জন্য যথেষ্ট। কিন্তু চলমান সংঘাতের মধ্যে তা নিরাপদে পৌঁছানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক সামের আব্দেল জাবের।
রোববার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সামের আব্দেল জাবের বলেন, সীমান্তে আমাদের পর্যাপ্ত খাবার মজুত আছে। এমনকি জর্ডান ও মিশর থেকেও খাদ্য সহায়তা এসেছে। এই মজুদ ফিলিস্তিনের ২২ লাখ মানুষের খাবারের চাহিদা পূরণ করতে সক্ষম। কিন্তু আমাদের এটা নিশ্চিত হওয়া প্রয়োজন যে আলাদা আলাদা ক্রসিং থেকে আমরা গাজায় নিরাপদে ঢুকতে পারব যাতে আমরা গাজার মানুষের কাছে পৌঁছাতে পারি।
তিনি বলেন, বিশেষ করে গাজার উত্তরের মানুষদের কাছে দ্রুত সহায়তা পৌঁছাতে চায় বিশ্ব খাদ্য কর্মসূচি। কিন্তু তাদের কাছে খাবার পৌঁছানোর প্রক্রিয়াটা গতিশীল হওয়া প্রয়োজন। চেক পয়েন্টে অতিরিক্ত বিলম্ব হলে উত্তরে আমাদের পৌঁছানোটা কঠিন হয়ে যাবে।
গাজার উত্তরে ইসরাইলের অনবরত বোমা হামলার জন্য সেখানকার মানুষ খাবার সংকটে বেশি ভুগছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.