BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধানে যোগ দিলো মিশর ও রেডক্রস

গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধানে যোগ দিলো মিশর ও রেডক্রস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় থাকা আরও ১৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধারে সহায়তা করার জন্য মিশর ও আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে (আইসিআরসি) অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিযেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ‘এটি একটি কারিগরি দল। তারা শুধুমাত্র নিহত জিম্মিদের মরদেহ খুঁজে বের করার জন্যই যাচ্ছে।’

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মৃত জিম্মিদের অবস্থান সম্পর্কে ইসরাইল ও হামাস উভয় পক্ষের কাছ থেকে মিশরীয় দলকে তাদের অনুসন্ধান পরিচালনা করার জন্য তথ্য দেয়া হয়েছে।

ইসরাইল সরকার জানিয়েছে, দলগুলোকে গাজায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত এলাকায় তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানের অনুমতি দেয়া হয়েছে।

হামাস যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের আওতায় ২৮ জন মৃত ইসরাইলি জিম্মির মধ্যে ১৫ জনের মৃতদেহ হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী, তাদের সব মৃতদেহ ফেরত দিতে হবে। হামাস জানিয়েছে, তারা এখন মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

এদিকে ৪৮ ঘণ্টার জিম্মিদের মরদেহ দেয়া নিয়ে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, হামাসকে দ্রুত মৃতদেহগুলো ফেরত দিতে হবে, ‘না হলে এই মহান শান্তি প্রক্রিয়ায় যুক্ত অন্য দেশগুলো পদক্ষেপ নেবে’।

ইসরাইল জানিয়েছে, মিশরীয় দলকে আইসিআরসি’র সঙ্গে কাজ করার অনুমতি দেয়া হয়েছে মৃতদেহগুলো শনাক্ত করতে এবং তারা ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানে এক্সকাভেটর মেশিন ও ট্রাক ব্যবহার করবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়