বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কর্মী। বুধবার (৮ মে) বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন তারা। ইইউ কর্মীদের এ আন্দোলনকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন অনেকেই।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। এবার সেই আন্দোলনে সংহতি জানালো ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কর্মী। বুধবার ব্রাসেলসে ইইউ কমিশনের পার্লামেন্টের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়।
আন্দোলনকারীরা বলেন, গেল ৭ অক্টোবর থেকে গাজায় একতরফাভাবে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল।
ইউরোপীয় ইউনিয়নের এক কর্মী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেয়ার মাধ্যমে এটুকু বলতে চাই, এই ইইউ ইন্সটিটিউশনেই মিলেমিশে আমরা কাজ করি। গাজায় যুদ্ধ বন্ধ ও সেখানকার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার বিষয়গুলোকে স্মরণ করিয়ে দিতেই আমরা পথে নেমেছি।’
আরেক কর্মী বলেন, ‘কোনো দেশ বা রাজনৈতিক দলের পক্ষ হয়ে আমরা আজ সমাবেশে অংশ নেইনি। আমরা নিরপেক্ষতা বজায় রেখেই ইইউর মূল্যবোধকে সামনে রেখে ফিলিস্তিনের শান্তিকামী মানুষের ওপর হামলার প্রতিবাদ জানাতে এসেছি।’
গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে দেশটির ১২০০ মানুষ নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় গোষ্ঠীটি। হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ হাজারেরও বেশি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.