বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথমবারের মতো জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক।
মঙ্গলবার (১৪ মে) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
অ্যান্তোনিও গুতেরেসের বরাত দিয়ে সংস্থাটির উপ-মুখপাত্র এক বিবৃতিতে জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই কর্মী গাড়িতে করে রাফার ইউরোপিয়ান হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়িতে হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং অপরজন আহত হন।
ফারহান হক বলেন, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী হামলা শুরুর পর থেকে এ প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হতাহতের ঘটনা ঘটেলো। যদিও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ১৯০ ফিলিস্তিনি কর্মী ইসরাইল-হামাস যুদ্ধের কবলে পড়ে নিহত হয়েছেন।
মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক কর্মীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘ কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনা তদন্তের আহ্বান জানান।
এদিকে, নিহত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্মীর পরিচয় এখনও প্রকাশ করেননি জাতিসংঘের উপ-মুখপাত্র। সেদিন গাজায় ইসরাইলি হামলায় কেবল জাতিসংঘের গাড়ি বিধ্বস্ত হয়েছে কি- না, তা নিয়ে এখনও সংশয় আছে বলে জানান তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.