গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রাউজান উপজেলার অডিশন সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো: গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মঃ) এর পৃষ্ঠপোষক তায় ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (মঃ) এর সার্বিক তত্ত্বাবধানে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ ইং কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলা অডিশন দলিলাবাদ দায়রা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রাউজানসহ পাশ্ববর্তী উপজেলার শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ‍্যমে ৪ঠা নভেম্বর সোমবার সকালে রাউজান উপজেলার আওতাধীন শাহনগর, সাপলঙ্গা, ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্মদ  সেলিম আহমদ খান। উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি শফিকুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, দারুত্ব তালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউণ্ডেশনের সম্মানিত কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী, রাঙ্গুনিয়া উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, রাউজান উপজেলার সভাপতি ইউনুচ মিয়া, সহ সভাপতি শরীফ কোম্পানি শফি, কোষাধ্যক্ষ ইউছুফ সওদাগর, দারুত-তালীম মাওলানা নুরুল আলম, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোমিন আকবর কানন, সমাজ কল্যাণ সম্পাদক  নুরুল আমিন, জনসংযোগ ও প্রচার সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, দলিলাবাদ দায়রা শাখার জমিদাতা সৈয়দ মোহাম্মদ হায়দার আলী, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ বরকতুল্লাহ বিন হোসাইনী, হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন দলিলাবাদ দায়রা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, দারুত-তায়ালীম সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদুল হক আরিফ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মিনার উদ্দীন, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল শরীফ,কদলপুর দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, মাওলানা হাসান আলী, ডাবুয়া হিংগলা শাখার সভাপতি আবু সওদাগর, সুলতানপুর ৫নং ওয়ার্ড  শাখার সভাপতি মোহাম্মদ ছৈয়দ মিয়া, শাখার সদস্য রাশেদ, একরাম, তৌহিদ, সেলিম, ফোরকানসহ আগত বিভিন্ন মাদরাসার  পরিচালক, শিক্ষক ও হাফেজগণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.