গাইবান্ধায় তথ্য অফিসের মহিলা সমাবেশ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমরে আওতায় গাইবান্ধায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা গাইবান্ধা কার্যালয়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, জাতীয় মহিলা সংস্থা গাইবান্ধার চেয়ারম্যান ফিরোজা বেগম, জেলা কর্মকর্তা গোলাম ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, উন্নয়ন রাষ্ট্র ও জাতি গঠনে প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা অটিজম, মাদক, সন্ত্রাস, নাশকতা, গুজব, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.