গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে নিম্ন মানের রেডিমেট ইটের খোয়া দিয়েই রাস্তা পাকাকরণের অভিযোগ উঠেছে। এলজিইডির অধীনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর হতে পলাশবাড়ী উপজেলার সীমানা পর্যন্ত ৫.৪০০ মিটার রাস্তা ৬ কোটির অধিক টাকা ব্যয়ে এ.আর.সি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ শুরু করা হয়।
ইতিপূর্বে উক্ত রাস্তার পাকাকরণের ঠিকাদার প্রতিষ্ঠান বিভিন্ন ইটভাটা থেকে সংগ্রহ করা নিম্ন মানের রেডিমেট ইটের খোয়া দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী কাজে বাঁধা প্রদান করলে ঠিকাদার প্রতিষ্ঠান কিছু ভালো ইট এনে খোয়া করে রেডিমেট খোয়ার স্তুপের উপর ছড়াইয়া ছিটিয়া দিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করে।
পরে এলাকার প্রভাবশালীদের যোগসাজসে পূর্বের রেডিমেট বড় খোয়া দিয়েই এ রাস্তার নির্মাণ কাজ চালিয়ে যায়। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পূনরায় ওই রেডিমেট বড় খোয়াই রাস্তায় ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী জানান।
এলাকাবাসীর অভিযোগে আজ রবিবার (০৩ অক্টোবর) দুপুরে উক্ত রাস্তার আমবাড়ী আশ্রয়ণ প্রকল্পের পাশ্ববর্তী এলাকায় সরেজমিনে গিয়ে মিশ্রিত বড় বড় ইটের খোয়া দিয়া ডাব্লিউএমএম কাজে ব্যবহার করতে দেখা যায়।
এব্যাপারে সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বিটিসি নিউজকে জানান, ডাব্লিউএমএম এর কাজে ২০% বিট বালু মিশ্রিত করতে হবে।
তবে বড় বড় খোয়া ব্যবহারের ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা বিটিসি নিউজকে জানান, বড় খোয়া গুলো আমাদের লোক দ্বারা ভেঙ্গে ছোট করা হচ্ছে। তবে বড় বড় ইটের খোয়া ভেঙ্গে ছোট করার কোন শ্রমিক সে সময় চোখে পড়েনি। এলাকাবাসী রাস্তাটির গুনগত মান রক্ষার্থে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.