গাইবান্ধার সদর সহ সাত উপজেলায় ৬৩৮টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় এ বছর শারদীয় দুর্গা পূজার সংখ্যা বেড়েছে। জেলার সাত উপজেলায় এ বছর ৬৩৮টি মন্ডপ ও মন্দিরে শারদীয় পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে পূজার সংখ্যা বেড়েছে ৭৩টি।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ রোববার রংপুর বিভাগের ৮ জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাযের্র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই ভিডিও কনফারেন্সে অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল কুমার সরকার, সহ-সভাপতি দীপক চন্দ্র রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, সাধারণ সম্পাদক রকি দেব প্রমুখ।
এতে জানানো হয়, এ পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলায় ১০৩টি, সাদুল্যাপুরে ১১৭টি, ফুলছড়িতে ১৯টি, সাঘাটায় ৬১টি, পলাশবাড়িতে ৬৪ টি, সুন্দরগঞ্জে ১৪৫টি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৯টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.