গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার হামলায় ভাতিজার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার হামলায় ভাতিজা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান একই এলাকার মৃত তাহের মুন্সীর ছেলে এবং দারিয়াপুর বাজারের কাপড় ব্যবসায়ী।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বিটিসি নিউজকে জানান, হাসেম বাজার এলাকায় নিহত মাহফুজুর রহমানের সাথে তার চাচা মোকছেদুলের জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার বিকালে মোকসেদুল ও তার ছেলে মোসাদুর রহমান সিয়াম বিরোধপূর্ণ জমির আইল বাধতে থাকলে মাহফুজুর রহমান তাতে বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মোকসেদুল ও ছেলে সিয়াম কোদাল ও ছুরি নিয়ে মাহফুজুর রহমানের ওপর হামলা চালান।
এসময় মাহফুজুরের দুই ভাই মাসুদ ও গামা মিয়া তাকে রক্ষা করতে গেলে তারাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মোকছেদুলের স্ত্রী নীলুফা সুলতানা রেনুকে আটক করেছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.