এসময় বাড়ী ঘেঁষে বাজারের হার্ডওয়ার,মোবাইল ও মটরসাইকেল গ্যারেজসহ ৪ টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের ধারণা গ্যাস সিলিন্ডার অথবা বিদুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
এব্যাপারে ক্ষতিগ্রস্ত রবিউল করিম দুলার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি আহাজারি করতে থাকেন। মুখে কিছু বলতে পারছেন না।
সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মণ বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে আগুনের সুত্রপাত হলো, সেটি দেখা হচ্ছে। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা হয়নি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.