গণপিটুনতে মারাগেল রাবি সাবেক ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মাসুদ রানা। শনিবার রাত সাড়ে ৮টায় মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজারে অজ্ঞাত ছাত্র-জনতা তাকে ধরে বেধড়ক পিটায়। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মতিহার থানায় নিয়ে যায় ছাত্র-জনতা।
মতিহার থানা পুলিশ তাকে গ্রহণ না করলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ওই শিক্ষার্থীকে নিয়ে যায় অজ্ঞাত ছাত্র-জনতা। এ সময় বোয়ালিয়া থানা পুলিশ তাকে দ্রুত রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ওটিতে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আইসিইউতে নিয়ে ভর্তি করেন। সেখানে রাত সোয় ১২টা দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শিক্ষার্থী মাসুদ রানা। তিনি রাবি’র সাবেক শিক্ষার্থী। তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ারিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মাসুদ পারভেজ। তিনি জানান, গনপিটুনিতে নিহত রাবির সাবেক শিক্ষার্থীর লাশ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রবিবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.