খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখে – শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: তরুণরাই এদেশের সবচেয়ে বড় শক্তি। দেশ গড়ার বড় হাতিয়ার তরুণদের অংশগ্রহণে উজ্জীবিত হবে পুরো জাতি। আগামীর বাংলাদেশ গড়তে ও দূর্নীতিবাজ জুলুমকারীদের রুখতে তরুণদের অংশগ্রহণ এর কোন বিকল্প নেই। সেই তরুণদের সঠিক পথে পরিচালিত করে সুস্থ ধারার সংস্কৃতি। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখে।
৯’জুন’২০২৫ সোমবার, সকাল ১০টায় পাবনার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল রাধানগর মজুমদার একাডেমির প্রাক্তন ছাত্রদের (২০তম ও ২২তম ব‍্যাচ) ফুটবল টুর্নামেন্ট ’২৫ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সকল ক্ষেত্রে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারলে আমরা ভবিষ্যতের জন্য একটি নতুন বাংলাদেশ রেখে যেতে পারবো। যাতে তারা একটি সুখী সমৃদ্ধ দেশের নাগরিক হিসেবে পরিচয় বহন করতে পারে।
উদ্বোধন এর পরে স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
তিনি এমন সব ভালো কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম সহ স্কুলের শিক্ষক ও প্রাক্তন,বর্তমান শিক্ষার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.