খুলনা নৌ-পরিবহন মালিক গ্রুপে দখলদারিত্বের অভিযোগ : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা ব্যুরো: খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্যরা বৈধ এডহক কমিটি থাকা সত্ত্বেও অবৈধভাবে আরেকটি কমিটি গঠনের প্রতিবাদে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক এবং সেনা কর্মকর্তাদের কাছে এই স্মারকলিপি ও গণস্বাক্ষর পেশ করা হয়।
সদস্যরা অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে সংগঠনটি শেখ পরিবারের দখলে ছিল। বর্তমানে সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করছেন। তবে তাদের অভিযোগ, কিছু রাজনৈতিক ব্যক্তি ও ছাত্রদের ব্যবহার করে আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি মহল সংগঠনটি দখল করার অপচেষ্টা চালাচ্ছে।
সদস্যদের ভাষ্য অনুযায়ী, অবৈধভাবে গঠিত কমিটিকে মেনে নিতে তাদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
স্মারকলিপিতে উল্লেখ করা দাবীগুলোর মধ্যে রয়েছে দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের বৈধ নির্বাচনের আয়োজন। প্রকৃত ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের সুযোগ প্রদান। রাজনৈতিক প্রভাব এবং দখলদারিত্ব বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা। মিথ্যা মামলা এবং চাপ প্রয়োগের কার্যক্রমের অবসান।
স্মারকলিপি জমা দেওয়ার সময় সদস্যরা বলেন, “যারা সংগঠন দখল করতে চাইছে, তারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে।” তারা আরও উল্লেখ করেন, এই দখলদারিত্বের চেষ্টার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করা হচ্ছে, যা নৌ-পরিবহন খাতের অগ্রগতিকে ব্যাহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সদস্য হাফিজুল ইসলাম চন্দন, ওমর ফারুক মিঠু, মফিজুর রহমান, আসিফ মঈন, জহিরুল ইসলাম, কাজি ফেরদৌস, ওসমান গনি, মোস্তফা জেসান ভুট্টো, শাহাদাৎ হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.