খুলনা ব্যুরো:দেশের তিনটি সরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নতুন নাম হবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা এর খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একই নামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে একাধিক প্রতিষ্ঠান থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছিল। সেই কারণেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.